Pages

Tuesday, February 21, 2023

শ্রীরামপুর কুণ্ডু বাড়ি

কুণ্ডু বাড়ির খোঁজ আমি পাই ইণ্টারনেটে কিছু পোস্ট থেকে। শ্রীরামপুরে যে কয়েকটি বনেদীবাড়িতে দুর্গাপূজা হয় কুণ্ডুবাড়ি তাদের মধ্যে অন্যতম। ১৮৮৫ সাল নাগাদ থাকোগোপাল কুণ্ডু এই দুর্গাপূজার সূচনা করেন। ইনি ছিলেন ঘি আর আখের গুড়ের ব্যবসায়ী - বিহার ও উত্তর প্রদেশ থেকে আমদানি করে বেশ পয়সা কামিয়ে ছিলেন। প্রথমে কুণ্ডুবাড়ির দূর্গা দালান বা চণ্ডীমণ্ডপটি ছিল খড় এবং মাটির তৈরি, পরে চুনসুরকি দিয়ে বানানো হয়। পরবর্তীকালে সিমেন্ট দিয়ে কিছু কিছু পুনঃনির্মাণ করা হয়। বর্তমান ঠিকানা ননীলাল ভট্টাচার্য ষ্ট্রীট।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সৈন্যবাহিনী এই বাড়ির দখল নেয় এবং দূর্গাদালানটি ভেঙ্গে ফেলার চেষ্টা করে। সেই মুর্হুতে একটি ভূমিকম্প হয় এবং শেষ অবধি ব্রিটিশ সৈন্যরা দূর্গাদালানটি না ভেঙ্গেই কুণ্ডুবাড়িতে থাকতে থাকে। 

এরপর ১৯৪৩ থেকে ১৯৪৭ অবধি অর্থনৈতিক কারণেও কুণ্ডুবাড়িতে দূর্গাপুজা বন্ধ ছিল। যাইহোক এই সময়ে এই পরিবারের জীবন কৃষ্ণ কুণ্ডু মা দূর্গার স্বপ্নাদেশ পান - কুণ্ডু বাড়ির দূর্গাপুজো আবার শুরু হয়। 

শ্রীরামপুরের কুণ্ডু বাড়ির দুর্গাপুজো

বর্তমানে এই বাড়িতে কেউ থাকে বলে মনে হয় না, তবে বছরে একবার, দুর্গাপুজোর সময় পরিবারের লোকজন সবাই এসে পুজোর আনন্দে মেতে ওঠেন। 

বাংলার ১৩৭৪ সালে (ইং ১৯৬৭) এই দুর্গাদালানে বসেছে স্বর্গীয় থাক গোপাল কুণ্ডু এবং তাঁর পত্নী স্বর্গীয়া শৈলবালা দাসীর স্মৃতি ফলক। 

শ্রীরামপুরের কুণ্ডু বাড়ির দুর্গাদালান

শ্রীরামপুরের কুণ্ডু বাড়ি

শ্রীরামপুরের কুণ্ডু বাড়ি

জীবন কৃষ্ণ কুণ্ডুর ছেলে দিলীপ কুমার কুণ্ডু এখন বয়স আশির উপরে। কাছেই একটি মুদির দোকান চালান উনি। কিন্তু এসবের বাইরে তাঁর আরো একটি পরিচয় আছে যেটা অনেকেই জানেন না। আকাশবাণী কলকাতায় তিনি ছিলেন অন্যতম প্রধান গিটারিস্ট। ১৯৭৫ আর ১৯৮১ সালের 'মহিষাসুরমর্দিনী'র রেকর্ডিং এ 'জাগো দূর্গা' এবং 'বাজলো তোমার আলোর বেণু' - এর আবহ সঙ্গীতের সুর এসেছিল দিলীপবাবুর জাপানিজ গিটার থেকেই। ঐ সময়ে বহু গায়কের সাথে বহু অ্যালবামে গিটার বাজিয়েছেন তিনি। পরবর্তীকালে রবীন্দ্র ভারতী, কলামন্দির সহ বহু জায়গায় সঙ্গীত ও বাদ্যযন্ত্র প্রতিযোগিতায় বিচারক হয়েছেন। আজ তিনি এই সঙ্গীত সার্কিটের বাইরে, অবসর নিয়েছেন। কিন্তু এখনো এই রাস্তার দিকে ঘুরতে এলে মাঝে মধ্যে শুনতে পেতেই পারেন দিলীপবাবুর গিটারের সুর। 

 

তথ্যসূত্রঃ

News18 Bangla: Serampore : অতিমারীতে নমো নমো করেই পুজো! Kundu বাড়িতে এবার ধুমধাম করেই মায়ের আবহন https://www.youtube.com/watch?v=CxVH-HzYlQ8

Serampore Kundu Bari - https://www.facebook.com/profile.php?id=61552785773712
https://www.facebook.com/seramporekundubari/

No comments: