Pages

Thursday, February 23, 2023

শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউশন

শিক্ষার দিক থেকে শ্রীরামপুর কলকাতার থেকে কিছু কম ছিল না। ১৯০০-এর আগেই  এখানে তিনটি স্কুল স্থাপিত হয় - দে স্ট্রীটে বল্লভপুর হাই স্কুল (১৮৬৭), কৃষ্ণমোহন ভট্টাচার্য স্ট্রীটে শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউশন (১৮৮৪) এবং চাতরায় নন্দলাল ইন্সটিটিউশন (১৮৭৩)। 

কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৬৪ সালে মেট্রোপলিটন স্কুল প্রতিষ্ঠা করেন। এই শুনে শ্রীরামপুরের কিছু ভদ্রলোক কলকাতায় গিয়ে বিদ্যাসাগরের সাথে দেখা করে শ্রীরামপুরে এই স্কুলের একটি শাখা খুলতে অনুরোধ করেন। বিদ্যাসাগর মহাশয় তখন তাঁদেরকেই উৎসাহিত করেন নিজেদেরকেই একটি বিদ্যালয় শুরু করতে। 

সেইমত, বিদ্যাসাগরের আশীর্বাদ নিয়ে শুরু হয় মাহেশ হায়ার ক্লাস ইংলিশ স্কুল। ১৮৮৪ সালে ৫৬টি ছাত্র নিয়ে শুরু হল এই স্কুলের পথ চলা। এরপর এই স্কুলটি উঠে আসে নিউগেট স্ট্রীটে (আজকের ঋষি বঙ্কিম সরণী)। সেখান থেকে উঠে আসে Poffam House-এ, যা আজ স্কুলের বিদ্যাসাগর ভবন। আজ কে.এম. ভট্টাচার্য স্ট্রীটে প্রায় দশ বিঘা জমির উপর অবস্থিত এই শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউশন।



১৩৯ বছরের পুরনো এই স্কুলের সাথে জড়িয়ে আছে বহু ঐতিহাসিক ঘটনা এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের কাহিনী এবং জড়িয়ে আছেন বহু কৃতী ছাত্ররা। 

১৯৩০-এর সময়ে এই স্কুলে মেয়েদের পড়ানো শুরু হয়েছিল, তবে শ্রীরামপুর গার্লস স্কুল শুরু হলে এই ছাত্রীদের সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বযুদ্ধের সময় শ্রীরামপুর কলেজের কিছু ক্লাসও এই ইউনিয়ন ইন্সটিটিউশন-এ হয়েছিল। 

এটি এখন একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং বিদ্যাসাগর ভবনটি হেরিটেজ বাড়ি হিসেবে স্বীকৃত। 


তথ্যসূত্রঃ
https://school.banglarshiksha.gov.in/ws/website/index/19122700602
https://en.m.wikipedia.org/wiki/Serampore_Union_Institution
https://www.facebook.com/seramporeunioninstitution/

No comments: