মদনমোহন মন্দিরটি শ্রীরামপুরের আকনা, চৌধুরী পাড়াতে অবস্থিত। বল্লভপুরের রাধাবল্লভ জীউ মন্দির থেকে হেঁটেই এই মন্দিরটিতে আসা সম্ভব। শ্রীরামপুর স্টেশন থেকে প্রায় ২ কিমি দূরে আকনা চৌধুরীপাড়া।
এখন যেখানে ওয়ালশ হাসপাতাল ঠিক সেই জায়গায় দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের (অন্য মতে নেপালের ধ্রুবানন্দ ব্রহ্মচারী সম্প্রদায়) কিছু বৈষ্ণব বাস করতেন। ভজন-নামসংকীর্তন করে তাঁরা দিন কাটাতেন। একটি বৈষ্ণব আখড়া গড়ে ওঠে এখানে। শেওড়াফুলির রাজা মনোহর রায় এই জমিটি এই বৈষ্ণবদের দান করেন। তাঁরা সেই আখড়ায় মদনমোহনের একটি বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কিন্তু হঠাৎ তাঁরা কোন কারণে এই আখড়া ছেড়ে চলে যান, বিগ্রহটি এখানেই থেকে যায়। আখড়া-ভবনটি আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয় এবং জঙ্গলে ঢাকা পড়ে যায়।
এই মন্দিরটি বানাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছিল। উচ্চ ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী, আটচালা শৈলীর মন্দিরটির উচ্চতা প্রায় ৫৫ ফুট।
আজও এই মন্দিরে নিত্য পুজো করেন পালাদাররা। রাধাবল্লভ জিউ এর মন্দিরের মতো এখানেও বছরের বিভিন্ন উৎসবে জমজমাট আয়োজন হয়। রাস উৎসবে ভক্তদের কাঁধে চেপে বাড়ি বাড়ি ঘুরে প্রসাদ গ্রহণ করেন স্বয়ং মদনমোহন দেব।
মদনমোহন মন্দিরের পাশেই রয়েছে শ্রীরামপুরের চৌধুরী পরিবারের বিখ্যাত ঠাকুরদালান। এককালে এখানেই মহা ধুমধামে পালিত হতো দুর্গাপুজো।
তথ্যসূত্রঃ
https://templesofbengal.blogspot.com/2017/05/madanmohan-temple-akna-choudhuri-para.html
No comments:
Post a Comment