বাঙ্গিহাটি জায়গাটি শ্রীরামপুরের একদম পশ্চিম প্রান্তে, দিল্লী রোডের অন্যপাড়ে। এখানেই আছে ১২টি শিব মন্দির। শ্রীরামপুর স্টেশন থেকে অটো বা টোটো করে অথবা ডানকুনি থেকে দিল্লি রোড ধরে এখানে মিনিট কুড়ির মধ্যে পৌঁছানো সম্ভব।
মন্দিরের দরজায় লেখা আছে যে মন্দিরগুলি ১৭২৪ শকাব্দে স্থাপিত হয়। তার মানে ১৮০২ খ্রীষ্টাব্দ।