Pages

Showing posts with label Temples of Bengal. Show all posts
Showing posts with label Temples of Bengal. Show all posts

Wednesday, March 08, 2023

শ্রীরামপুর: বাঙ্গিহাটির দ্বাদশ শিব মন্দির

বাঙ্গিহাটি জায়গাটি শ্রীরামপুরের একদম পশ্চিম প্রান্তে, দিল্লী রোডের অন্যপাড়ে। এখানেই আছে ১২টি শিব মন্দির। শ্রীরামপুর স্টেশন থেকে অটো বা টোটো করে অথবা ডানকুনি থেকে দিল্লি রোড ধরে এখানে মিনিট কুড়ির মধ্যে পৌঁছানো সম্ভব।  

মন্দিরের দরজায় লেখা আছে যে মন্দিরগুলি ১৭২৪ শকাব্দে স্থাপিত হয়। তার মানে ১৮০২ খ্রীষ্টাব্দ। 

Saturday, February 18, 2023

শ্রীরামপুর: মদনমোহন মন্দির

মদনমোহন মন্দিরটি শ্রীরামপুরের আকনা, চৌধুরী পাড়াতে অবস্থিত। বল্লভপুরের রাধাবল্লভ জীউ মন্দির থেকে হেঁটেই এই মন্দিরটিতে আসা সম্ভব। শ্রীরামপুর স্টেশন থেকে প্রায় ২ কিমি দূরে আকনা চৌধুরীপাড়া। 

মদনমোহন মন্দির (২০২০)

এখন যেখানে ওয়ালশ হাসপাতাল ঠিক সেই জায়গায় দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের (অন্য মতে নেপালের ধ্রুবানন্দ ব্রহ্মচারী সম্প্রদায়) কিছু  বৈষ্ণব বাস করতেন। ভজন-নামসংকীর্তন করে তাঁরা দিন কাটাতেন। একটি বৈষ্ণব আখড়া গড়ে ওঠে এখানে। শেওড়াফুলির রাজা মনোহর রায় এই জমিটি এই বৈষ্ণবদের দান করেন। তাঁরা সেই আখড়ায় মদনমোহনের একটি বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কিন্তু হঠাৎ তাঁরা কোন কারণে এই আখড়া ছেড়ে চলে যান, বিগ্রহটি এখানেই থেকে যায়। আখড়া-ভবনটি আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয় এবং জঙ্গলে ঢাকা পড়ে যায়।