Pages

Wednesday, March 01, 2023

শ্রীরামপুরঃ ইম্যাকুলেট কনশেপশন চার্চ

Immaculate Conception refers to the doctrine that God preserved the Virgin Mary from the taint of original sin from the moment she was conceived; it was defined as a dogma of the Roman Catholic Church in 1854. 


এই সুন্দর রোমান ক্যাথলিক চার্চটি 1776 সালে নির্মিত হলেও, এই গির্জার ইতিহাস আরো পুরোনো। 1764 সালে ইউরোপীয় বসতি স্থাপনকারীদের জন্য একটি ছোট চ্যাপেল তৈরি করা হয়েছিল, সেটিই পরে পুনঃগঠিত হয়ে এই ইম্যাকুলেট কনশেপশন চার্চ-এ পরিণত হয়। 1783 সালে এটি Madre de Deos-কে উৎসর্গ করা হয়। 1790 সালে পিটার অ্যাঙ্কারের ছবিতে গির্জাটিকে একটি নিচু ভবন হিসাবে দেখা যায় যার একটি বড় অর্ধবৃত্তাকার pediment নদীর দিকে মুখ করে রয়েছে যা Gable-এর পুরো প্রস্থে বিস্তৃত। 

বর্তমানে এটি একটি ক্যাথলিক খ্রীষ্টানদের ধর্মীয় স্থান। তবে এই চার্চটি শ্রীরামপুরের অন্যান্য চার্চগুলোর থেকে অনেক ভাল অবস্থায় সংরক্ষিত হয়েছিল। ১৯৯৪ সালে এই চার্চের মূল ভবনটিতে (nave) কিছু সংস্কার হয় - একটি সভাঘর এবং একটি নতুন থাকার জায়গা যুক্ত হয়। 

Inside of the Church during Christmas 2024

1957 সাল থেকে জায়গাটিতে শারীরিক ও মানসিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য একটি চেশায়ার হোম (Cheshire Homes) রয়েছে, যা আন্তর্জাতিক লিওনার্ড চেশায়ার সংস্থা দ্বারা সমর্থিত এবং ক্যাথলিক সিস্টারদের দ্বারা পরিচালিত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ৯-ই আগস্ট জাপানের নাগাসাকিতে যখন মার্কিন বোমারু বিমান পরমাণু বোমা ফেলছে, তখন Observer ছিলেন ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স-এর বোমারু পাইলট গ্রুপ ক্যাপ্টেন Leonard Cheshire। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরে, তিনি সিদ্ধান্ত নেন যে ব্রিটেনের পরিবারহীন প্রতিবন্ধী এবং অসুস্থ নাগরিকদের জন্য আশ্রয় বানিয়ে যাবেন। বর্তমানে লণ্ডনের Global Alliance of Leonard Cheshire Disability (LCD)-এর অধীনে Cheshire Homes India পরিচালিত হয়। আজকের দিনে দাঁড়িয়ে ভারতে ১৭টি Cheshire Homes পরিচালিত হচ্ছে এবং এদের মাধ্যমে বছরে প্রায় ১০ হাজারের বেশি শারীরিক ও মানসিকভাবে অক্ষম ব্যক্তি উপকৃত হচ্ছেন। 

No comments: