![]() |
Outer Courtyard of Golok Dham (Serampore) (2020) |
গোলোকধাম শ্রীরামপুরের অন্যতম বিখ্যাত পুরোনো বাড়িগুলির মধ্যে একটি। ৪৩ Queen's street, বা অধুনা নেতাজি সুভাষ এভিন্যুউ-তে অবস্থিত এই বাড়িটি আসলে রায় পরিবারের বাড়ি। এই বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন গোলোকচন্দ্র রায়। মনে করা হয় যে তিনি চৈতন্য মহাপ্রভুর একজন ঘনিষ্ঠ সহযোগী ও শিষ্য,বিখ্যাত বৈষ্ণব মাধব চন্দ্র বা মাধাই পণ্ডিতের ১৪-তম বংশধর।
গোলোকচন্দ্র রায় (মৃত্যু ১৮১৬) পিতৃব্য পাঁচকড়ি রায়ের সঙ্গে কোতুলপুর থেকে শ্রীরামপুরে এসে বসবাস শুরু করেন। তিনি ছিলেন ডেনিস এশিয়াটিক কোম্পানির প্রথম ট্রেডিং এজেন্ট বা সরকার; তাঁর ব্যবসা ছিল এলাচ ও বাংলার মসলিনের। গ্রামাঞ্চল থেকে তিনি এই মসলিন সংগ্রহ করতেন এবং দিনেমারদের হাত ঘুরে সেই মসলিন পৌঁছাত ইউরোপে। দিনেমারদের তিনি বহু টাকা খণ দেন, এমনকি তিনি তাদের দেউলিয়া হওয়া থেকেও রক্ষা করেন। গোলোকচন্দ্র রায় অনেক দাতব্য সংস্থা চালাতেন এবং দরিদ্রদের নিজের বাড়িতে খাওয়াতেন।
![]() |
গোলকধাম, শ্রীরামপুর |
এই বাড়িটি মূলত ইন্দো-ইউরোপীয় কায়দায় বানানো যেখানে মাঝে দালান এবং তার চারদিকে বারান্দা। গোলকধামে এই রকম দালান দুটি আছে - বাইরে একটি বড় দালান এবং আরেকটি অন্তরমহলের দালান। তবে বাইরের দালানটিতে পুজো হওয়ার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান-ই বেশি হত, ফলে সত্যি বলতে এটি হয়ে উঠেছিল বাঙ্গালীর বৈঠকখানা। উনিশ শতকের গোড়ার দিকে কংগ্রেস পার্টি এখানে সভার আয়োজনও করেছিল। গোলকবাবুর উত্তরসূরি শ্রীসুনীলকুমার রায় (ভোলাদা নামেই যিনি বেশি পরিচিত ছিলেন) ছিলেন এই সব অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। ব্যান্ডমিন্টন টুর্নামেন্ট, গানবাজনার আসর ইত্যাদি এখানে আয়োজিত হত। এখানে অনুষ্ঠান করতে এসেছিলেন বিসমিল্লাহ খান সাহেব, বড়ে গোলাম আলী সাহেবের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব।
২০১৬ সালে ভোলাদার মৃত্যুর পর থেকে এই বাড়ির জৌলুশ কমতে থাকে। এখন এই বাড়িটি মূলত গোডাউন হিসেবে ব্যবহার হয়। এখনকার বাসিন্দারাও জানেন না এই বাড়িটির ঐতিহাসিক বা সাংস্কৃতিক ঐতিহ্য। হয়তো কয়েক বছর বাদে রিয়াল এস্টেটের সর্বগ্রাসী খিদের চোটে হারিয়েই যাবে এই গোলকধাম।
![]() |
Main Gate - Golok Dham |
![]() |
Golok Dham, Serampore |
![]() |
গোলোকধাম |
প্রসঙ্গত সত্যজিৎ রায়ের গোলোকধাম রহস্য 7/1 বালিগঞ্জ প্লেসে অবস্থিত একই নামের একটি দত্ত পরিবারের কাল্পনিক বাড়ির উপর ভিত্তি করে তৈরি।
Sources:
https://natmus.dk/fileadmin/user_upload/Editor/natmus/historisk-viden/verden/Serampore/Serampore_Heritage_Walks_Map_and_Brochure_FINAL_27092019.pdf
https://natmus.dk/fileadmin/user_upload/Editor/natmus/historisk-viden/verden/Serampore/4_SERAMPORE_Heritage_INVENTORY_29_08_2016-compressed.pdf
No comments:
Post a Comment