যে তোমায় যেভাবে ডাকে, তাতে তুমি হওমা রাজি।।
মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা
খোদা বলে ডাকে তোমায় মোগল পাঠান সৈয়দ কাজী।।
শাক্তে বলে তুমি শক্তি, শিব তুমি শৈবে ভক্তি
সরি বলে সূর্য তুমি বৈরাগী কয় রাধিকাজী।।
গানপত বলে গণেশ, যজ্ঞ বলে তুমি ধনেশ
শিল্পী বলে বিশ্বকর্মা, বদর বলে নায়ের মাঝি।।