আগেই বলেছি যে কলকাতা থেকে ২৫-৫০ কিলোমিটার দূরত্বে হুগলী নদীর ধার ঘেঁষে গড়ে উঠেছিল একাধিক ইউরোপীয়ন বাণিজ্যকেন্দ্র তথা উপনিবেশ - বারাকপুরে ব্রিটিশরা, উল্টোদিকে শ্রীরামপুরে ড্যানিশরা, তার উত্তরে চন্দননগরে ফরাসীরা, চুঁচুড়াতে ডাচ বা ওলন্দাজরা, এবং ব্যাণ্ডেলে পর্তুগীজরা।
আজকের গল্প চুঁচুড়া ফেরিঘাটের একটু উত্তরে ঘণ্টাঘাট নিয়ে। এই ঘাটে কি ঘণ্টা ছিল? কোথায় গেল সেই ঘণ্টা?
