![]() |
শিবশক্তি অন্নপূর্ণা মন্দির এবং দেবোত্তর এস্টেট |
এই অন্নপূর্ণা মন্দিরের কাছাকাছি ৩ টি গঙ্গার ঘাট আছে - অন্নপূর্ণা মন্দিরের ঘাট ছাড়াও শশ্মান ঘাটের একটি ঘাট এবং রাসমণী ঘাট (যেখান থেকে হুগলীর বল্লভপুরের ফেরি ছাড়ে)। এখন অনেকেই অন্নপূর্ণা মন্দিরের ঘাটটিকেই রাসমণী ঘাট বলে থাকেন। আবার ফেরিঘাটটির নামও রাসমনি ফেরি ঘাট। এই ফেরিঘাটের ঠিক পাশের ঘাটটি আসলে স্বর্গত বারানশী ঘোষের স্নানের ঘাট। ১৭৮০ সালে (১১৮৯ বঙ্গাব্দ) এই ঘাটটি প্রথম তৈরি করেন বারানশী ঘোষ (Ghose)।