Pages

Showing posts with label Black Pagoda. Show all posts
Showing posts with label Black Pagoda. Show all posts

Saturday, June 29, 2024

ব্যারাকপুরের গপ্পোঃ বারানশী ঘোষ (Ghose) এবং তাঁর স্নানের ঘাট

দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি ব্যারাকপুরের অন্যতম দর্শনীয় স্থান হল অন্নপূর্ণা মন্দির বা 'শিবশক্তি অন্নপূর্ণা মন্দির এবং দেবোত্তর এস্টেট' - রাণী রাসমণির ছোটমেয়ে এবং মথুরা মোহন বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী জগদম্বা দেবী ১৮৭৫ সালে এই মন্দির স্থাপন করেন। এই মন্দিরের ব্যাপারে বিশদে এখন আর যাচ্ছি না। 

শিবশক্তি অন্নপূর্ণা মন্দির এবং দেবোত্তর এস্টেট

এই অন্নপূর্ণা মন্দিরের কাছাকাছি ৩ টি গঙ্গার ঘাট আছে - অন্নপূর্ণা মন্দিরের ঘাট ছাড়াও শশ্মান ঘাটের একটি ঘাট এবং রাসমণী ঘাট (যেখান থেকে হুগলীর বল্লভপুরের ফেরি ছাড়ে)। এখন অনেকেই অন্নপূর্ণা মন্দিরের ঘাটটিকেই রাসমণী ঘাট বলে থাকেন। আবার ফেরিঘাটটির নামও রাসমনি ফেরি ঘাট। এই ফেরিঘাটের ঠিক পাশের ঘাটটি আসলে স্বর্গত বারানশী ঘোষের স্নানের ঘাট। ১৭৮০ সালে (১১৮৯ বঙ্গাব্দ) এই ঘাটটি প্রথম তৈরি করেন বারানশী ঘোষ (Ghose)।